আবাসিক হলসমূহে আসন বরাদ্দের আবেদন


আবেদনকারীদের জ্ঞাতব্য (জুলাই ২০২৫):

(০১) বরাদ্দযোগ্য আসন: ছাত্র হলসমূহে ২৩১ টি এবং ছাত্রী হলসমূহে ১৮৯ টি খালি আসন বরাদ্দের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে।
(০২) শিক্ষাবর্ষ সমূহ: ২০১৯-২০২০, ২০২০-২০২১, ২০২১-২০২২, ২০২২-২০২৩, এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
(০৩) অতীশ দীপঙ্কর হলে কোন আসন খালি নেই বিধায় এইবারে বৌদ্ধ ধর্মাবলম্বী ছাত্ররা আবেদন করতে পারবেন না।
(০৪) কোটার সকল আসন পূর্বে বরাদ্দ থাকায় এইবারে কোন কোটার আসন বরাদ্দ দেয়া হবে না।
(০৫) আবেদনের সময়সীমা: আবেদন গ্রহন ১৩ জুলাই ২০২৫ সকাল ১০:০০টা থেকে ১৬ জুলাই ২০২৫ সকাল ১০:০০টা পর্যন্ত (৭২ ঘন্টা) চলবে।
(০৬) এই Call-এ পূর্বের কোন আবেদনের জের টানা হবে না; পূর্বের কোন অপেক্ষমান তালিকা, আবেদন ফী, ইত্যাদিও কার্যকর থাকবে না।
(০৭) অসম্পূর্ণ আবেদন এবং আবেদনে ইচ্ছাকৃত-অনিচ্ছকৃত যে কোন ভুলের জন্য আবেদন বাতিল হবে; আবেদন গ্রহনের সময় উত্তীর্ণ হবার পর কোনো প্রকার সংশোধন অনুরোধ গ্রহন করা হবে না।
(০৮) আবেদন যাচাই: আবেদনে উল্লিখিত সকল তথ্য হল কর্তৃপক্ষ উপযুক্ত ডকুমেন্টের ভিত্তিতে বরাদ্দকালীন যাচাই করবে; এই পর্যায়ে কোন তথ্যের ভুল/গরমিল পাওয়া গেলেও আবেদন বাতিল হবে।

(০৯) সমস্যা: আবেদন জমাদানে কোন সমস্যা হলে আবেদনের সময় শেষ হবার পূর্বেই প্রতিকার চাইতে হবে, পরবর্তী সময়ে কোন প্রতিকার প্রদান করা হবে না।
(১০) ভাষা: সম্পূর্ণ আবেদনটি ইংরেজি কী-বোর্ড ব্যবহার করে (ইংরেজি অক্ষরে) পূরণ করতে হবে।
(১১) ফী সমূহ: আবেদন ফী ১০০ টাকা বিকাশযোগে পরিশোধ করতে হবে। বিকাশে ফী পরিশোধের ব্যবস্থা আবেদন ফর্মের সাথেই ইন্টিগ্রেট করা হয়েছে, ফলে ট্রানজেকশন আইডি ও রেফারেন্স আবেদন ফর্মে আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই। বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের পরবর্তীতে ঘোষিতব্য সময়ের মধ্যে অফেরৎযোগ্য ১,০০০/- (এক হাজার টাকা) ফী প্রদান করে বরাদ্দ গ্রহন নিশ্চিত করতে হবে।
(১২) সর্বশেষ বর্ষ/সেমিস্টারের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলে যে কোন অনানুষ্ঠানিক সূত্রে পাওয়া জিপিএ উল্লেখ করা যাবে না।
(১৩) কারো স্টুডেন্ট আইডি ভুলবশত অথবা ইচ্ছাকৃতভাবে অন্য কেউ ব্যবহার করে ফেললে আবেদন চলাকালীন সময়ে নিজের আইডি কার্ডের ছবিসহ আইসিটি সেলে যোগাযোগ করে সংশোধন করে নিতে পারবেন।

বরাদ্দের প্রযোজ্য নিয়ম:
(১৪) শুন্য আসনসমূহ বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটের প্রযোজ্য শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যার আনুপাতিক হারে বরাদ্দ দেয়া হবে; ছাত্র হলের বরাদ্দ ছাত্র সংখ্যার অনুপাতে এবং ছাত্রী হলের বরাদ্দ ছাত্রী সংখ্যার অনুপাতে হিসাব হবে।
(১৫) একটি বিভাগ/ইনস্টিটিউটের আনুপাতিক হারে প্রাপ্য আসন সংখ্যাকে ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষ/সেমিস্টার এবং মাস্টার্স এই ৫টি শ্রেণীতে সমান ভাগে বরাদ্দ দেয়া হবে। উদ্ভুত ভংগ্নাংশের কারনে কোন একটি শ্রেণীতে ১টি আসন কম বা বেশি হতে পারে। ফার্মেসী ৫ম বর্ষকে মাস্টার্স সমতুল্য গণ্য করা হবে।
(১৬) কোনো বিভাগ/ইনস্টিটিউটে একই বর্ষে একাধিক সেশন অধ্যয়নরত থাকলে সেই শ্রেণীর প্রাপ্য আসনকে নতুন ও পুরাতন সেশনের মধ্যে সমভাগে বণ্টন করা হবে।
(১৭) টাই-ব্রেকার: দুই বা ততোধিক আবেদনকারীর মধ্যে জিপিএ স্কোর সমান হলে যিনি বেশি কোর্স ক্রেডিট সম্পন্ন করেছেন তিনি অগ্রাধিকার পাবেন; সম্পন্ন ক্রেডিটও সমান হলে নিয়মিত শিক্ষার্থী অগ্রাধিকার পাবেন; নিয়মিতদের মধ্যেও স্কোর সমান হলে যার আবেদন আগে জমা পড়েছে তিনি অগ্রাধিকার পাবেন।
(১৮) কোনো বিভাগ/ইনস্টিটিউটের কোনো একটি শ্রেণীতে প্রাপ্য আসন সংখ্যার চাইতে কম আবেদন পাওয়া গেলে অতিরিক্ত আসন একই বিভাগ/ইনস্টিটিউটের অপর শ্রেণীসমূহে বণ্টন করা হবে।
(১৯) কোনো বিভাগ/ইনস্টিটিউটের প্রাপ্য আসন সংখ্যা ৫ এর কম হলে ১ম বর্ষ থেকে আসন বন্টন শুরু করা হবে এবং আসন শেষ না হওয়া পর্যন্ত ক্রমান্বয়ে উপরের শ্রেণীতে বন্টন করা হবে। কোন শ্রেণীতে ১টি মাত্র আসন বরাদ্দ থাকলে তা নতুন সেশানের আবেদনকারীকে বরাদ্দ দেয়া হবে। সকল শ্রেণীতে সমভাবে আসন বন্টন করার পর উদ্বৃত্ত আসন থাকলেও ১ম বর্ষ থেকে শুরু করে উপরের শ্রেণীতে ক্রমান্বয়ে বরাদ্দ দেয়া হবে।
(২০) আবেদনকারীদের পছন্দ অনুযায়ী বরাদ্দ প্রক্রিয়া শেষ হবার পরও কোনো হলে আসন শুণ্য থাকলে যে কোনো আবেদনকারীকে পছন্দ বহির্ভুত অপর হলে আসন বরাদ্দ দেয়া হতে পারে।

অফিস খোলার দিন সকাল ৯টা থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত আইসিটি সেলের টেকনিক্যাল সাপোর্ট নম্বর 0155-657-0077 এ যোগাযোগ করে সহায়তা নেয়া যাবে।

বিষয়ভিত্তিক বরাদ্দযোগ্য আসনের সংখ্যা

(নিচের ছকে ক্লিক করে নতুন ট্যাবে স্পষ্ট করে দেখা যাবে)

হলসমূহে বরাদ্দযোগ্য আসনের সংখ্যা




© 2024-2025 ICT Cell, University of Chittagong